সবুজ শ্যামল পাহাড় আর বিস্তৃত সাগরে ঘেরা অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সীতাকুন্ড। এই সীতাকুণ্ডেরই প্রান কেন্দ্র পৌরসদরে অবস্থিত স্হাপত্য নির্মাণশৈলীর বিখ্যাত প্রতিষ্ঠান ‘স্থপতি ডিজাইন এন্ড কনসালটেন্ট’। প্রতিষ্ঠানটির রয়েছে একটি বর্ণাঢ্য ও পরিচ্ছন্ন ইতিহাস। আছে সীমাহীন ত্যাগ, প্রখর মেধা, অক্লান্ত শ্রম ও বিশ্বস্ততার অপূর্ব সমন্বয়। প্ল্যান, ড্রয়িং-ডিজাইন, সার্ভে, সয়েল টেস্ট ভেলুয়েশন, সুপার ভিশন, এস্টিমেট ও সরকারী প্রথম শ্রেণীর ঠিকাদারের মত কর্মযজ্ঞে প্রতিষ্ঠানটি এখন সীতাকুন্ড ছাড়িয়ে দেশজুড়ে।